Coronavirus Awareness & Relief Program

BHRC By-lawsBHRC BrochureDhaka Conference-2016Life MemberManabadhikar MagazineBHRC Press ReleasePorgram & ConferenceIHRCIRD ActivitiesLegal StatusBHRC BoardBHRC BranchesOrganogramDisaster ProgramElection Monitoring Acid and Trauma VictimsUnited NationsBHRC Forms BHRC Founder

Contact HOME

 

 

 

The responsible delegated team of United Nations has visited to the BHRC Headquarters in Dhaka:

Ambassador Prof. Dr. Zahid Haque Senior Advisor of Asia Pacific Region of United Nations who take the responsibility to prevent Coronavirus with the consists of 3 delegates has visited and observed the Bangladesh Human rights Commission-BHRC Headquarters, Dhaka, Bangladesh at afternoon on 5th April, 2020.

Other members of the team of delegate of United Nations are Chief coordinator Major Roshid Siddique of World Sports Alliance of United Nations and cooperator of United Nations Prof. Dr. Naima Khanom.

After reaching the Delegated team of United Nations to the Heqadquarts of BHRC, other Human rights activists with the leadership of Dr. Saiful Islam Dildar Secretary General of BHRC  welcomed by the bunches of flower.

Another officer of BHRC Deputy Governor Aktaruzzaman, Deputy Governor Mustak Ahmed Bhuiyan, Deputy Governor Azmul Haque, Assistant Director of IHRC Adv. Farah Deeba and others.

The delegated team of United Nations admired greatly to the activities of BHRC in the formal meeting and to prevent with the great activities by the human rights activists of BHRC such as  deadliest epidemic corona virus. United Nations and BHRC pledged that they are jointly worked for this epidemic corona virus in the whole Bangladesh.

 

 

BHRC Coronavirus Awareness & Relief

 

মহামারী করোনা ভাইরাস প্রতিহত করার লক্ষ্যে বাংলাদেশ মানবাধিকার কমিশন-BHRC’র প্রতিষ্ঠাতা ও সেক্রেটারী জেনারেলসহ মানবাধিকার নেতৃবৃন্দগণ গত ২৭ মার্চ ২০২০ রাজধানী বস্তি এলাকায় মাস্ক, সাবান, হ্যান্ড স্যানিটাইজার, লিফলেট বিতরণ করা হয় এবং করোনাভাইরাস থেকে রক্ষা পেতে করণীয় বিষয়ে মাইকিং করা হয়।

 

মহামারী করোনাভাইরাস প্রতিহত করার লক্ষ্যে বাংলাদেশ মানবাধিকার কমিশন-BHRC সদর দপ্তর এবং পুরাতন ঢাকা আঞ্চলিক শাখার সহায়তায় ৫ এপ্রিল ২০২০ বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় এর পাশে প্রায় তিনশ দুঃস্থ ও কর্মহীন মানুষের মধ্যে সচেতনতামূলক লিফলেট, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, চাল, আলু এবং ডাল বিতরণ করা হয়। BHRC’র সেক্রেটারী জেনারেল ড. সাইফুল ইসলাম দিলদার উপস্থিত থেকে দুঃস্থ মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। বিতরণ কার্যক্রমে অন্যান্যদের মধ্যে BHRC’র সদর দপ্তর ডেপুটি গভর্নর সৈয়দ আজমুল হক, পুরাতন ঢাকা আঞ্চলিক শাখার সভাপতি আনোয়ার রাজ, ঢাকা মহানগর দক্ষিণ শাখার যুগ্ম সম্পাদক সৈয়দ ওয়াহিদুল হক লিংকন, মোঃ আনিসুর রহমান, ক্রীড়া সম্পাদক রাজু আহমেদ রাজ, পুরাতন ঢাকা আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক আজিজুল হক ফারুক, নির্বাহ সভাপতি রাজু আহম্মেদ, সিনিয়র সহ-সভাপতি সাইদুর ইসলাম, সহ-সভাপতি লুৎফর রহমান, সাংগঠনিক সম্পাদক মামনুর রশিদ, সহ-সাংগঠনিক সম্পাদক সোহরাব মোল্লা, নির্বাহী সদস্য শহীদুর ইসলাম, যুগ্ম সম্পাদক সাদ্দাম হোসেন সহ মানবাধিকার কর্মীগণ বিতরণ অনুষ্ঠানে যোগ দেন।

 

 

করোনাভাইরাস প্রতিরোধ এবং ক্ষতিগ্রস্হ দরিদ্র ও হতদরিদ্রদের সহায়তার প্রস্তুতি:
বাংলাদেশ মানবাধিকার কমিশন-BHRC মহামারী করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতার পাশাপাশি করোনাভাইরাস প্রতিরোধ এবং ক্ষতিগ্রস্হ দরিদ্র ও হতদরিদ্রদের সহায়তার প্রস্তুতি হিসাবে ২০ এপ্রিল ২০২০ দিনব্যাপী ঢাকায় BHRC সদর দপ্তরে এক দল মানবাধিকার কর্মী প্যাকেজিং কর্মকান্ড পরিচালনায় ত্যপর থাকে।
BHRC'র UK সেন্টাল লন্ডন শাখা এবং শাখার সভাপতি Rochae Ancha এর সহযোগীতায় চার শতাধিক দুস্হ মানুষের মধ্যে সুরক্ষা সামগ্রী,চাল,ডাল,আলু এবং হাত দোয়ার সাবান বিতরনের উদ্যেগ গ্রহন করা হচ্ছে।এান বিতরন প্রস্ততি কর্মসূচীতে BHRC'র সেএেটারী জেনারেল ড. সাইফুল ইসলাম দিলদার, BHRC’র সদর দপ্তর ডেপুটি গভর্নর সৈয়দ আজমুল হক, ঢাকা মহানগর দক্ষিণ শাখার সহ-সভাপতি তোফায়ল আহামেদ সহ মানবাধিকার কর্মীরা কর্মকান্ডে যোগদেন।

 

 

BHRC আখাউড়া উপজেলা শাখার লিফলেট ও সুরক্ষা সামগ্রী বিতরণঃ
মহামারী করোনাভাইরাসের রক্ষা কল্পে বাংলাদেশ মানবাধিকার কমিশন-BHRC আখাউড়া উপজেলা শাখার পক্ষ থেকে সম্প্রতি সচেতনতামূলক লিফলেপট, মাস্ক, হ্যান্ড গ্লাভস এবং হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়। কর্মসূচীর নেতৃত্ব দেন BHRC আখাউড়া উপজেলা শাখার সভাপতি নূরুল ইসলাম মালদার এবং সাধারণ সম্পাদক জুয়েল রানা।

 

মহামারী করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতার পাশাপাশি ৩ এপ্রিল ২০২০ বিকেলে জনগণকে সচেতনতার লক্ষ্যে লিফলেট, সাবান ও অন্যান্য সুরক্ষা দ্রব্যাদি সাধারণ মানুষের বিতরণ করে বাংলাদেশ মানবাধিকার কমিশন-BHRC’র বংশাল থানা (ঢাকা) শাখা।

 

মহামারী করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতার পাশাপাশি ২ এপ্রিল ২০২০ বিকেলে জনগণকে সচেতনতার লক্ষ্যে লিফলেট, সাবান ও অন্যান্য সুরক্ষা দ্রব্যাদি সাধারণ মানুষের বিতরণ করে বাংলাদেশ মানবাধিকার কমিশন-BHRC’র বরিশাল জেলা শাখা।


 

 

করোনাভাইরাসের কারণে শ্রমজীবী মানুষের মধ্যে বাংলাদেশ মানবাধিকার কমিশন-BHRC’র ডেপুটি গভর্নর আমিনুল হক বাবু এর নেতৃত্বে চট্টগ্রাম মহানগরের বিভিন্ন থানায় গত ২৭ মার্চ ২০২০ইং থেকে ধারাবাহিকভাবে মানবাধিকার কর্মীদের নিয়ে খাবার এবং সুরক্ষা সামগ্রী বিতরণ করছেন।

 

করোনাভাইরাসের কারণে রাজধানী ঢাকার সকল খাবার হোটেল লোকসমাগম কমে যাওয়ায় গত ২৮ মার্চ ২০২০ বাংলাদেশ মানবাধিকার কমিশন-BHRC’র বিশেষ প্রতিনিধি সৈয়দ আজমুল হকসহ মানবাধিকার নেতৃবৃন্দগণ ফুটপাতে বসবাসকারী দরিদ্র মানুষদের মধ্যে খাবার বিতরণ করেন।

 

করোনাভাইরাসের কারণে গত ২৫ মার্চ ২০২০ইং তারিখে দরিদ্র শ্রমজীবী মানুষের মধ্যে খাদ্যদ্রব্য ও সুরক্ষা সামগ্রী বিতরণ করছে বাংলাদেশ মানবাধিকার কমিশন-BHRC’র ঢাকা NSDK আঞ্চলিক শাখা।

 

করোনাভাইরাসের কারণে গত ২৬ মার্চ ২০২০ইং তারিখে দরিদ্র শ্রমজীবী মানুষের মধ্যে খাদ্যদ্রব্য ও সুরক্ষা সামগ্রী বিতরণ করছে বাংলাদেশ মানবাধিকার কমিশন-BHRC’র ঢাকা PRVK আঞ্চলিক শাখা।

 

২৪ এপ্রিল ২০২০ ইং বাংলাদেশ মানবাধিকার কমিশন, চট্টগ্রাম মহানগর (উত্তর) এর উদ্যোগে মাহে রমজান ও দূর্যোগপূর্ণ পরিস্থিতিতে সম্মিলিতভাবে দরিদ্রদের পাঁশে দাঁড়ানোর লক্ষ্যে বাংলাদেশ মানবাধিকার কমিশন চট্টগ্রাম মহানগর উত্তরের আওতাধীন কোতোয়ালী, ডবলমুরিং, পাহাড়তলী, বায়েজীদ, পাচঁলাইশ, চকবাজার, সদরঘাট ও চাঁদগাও থানার সভাপতি ও সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দ গণের নিকট নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী এবং নিজ নিজ এলাকার অসহায়, দুস্থ ও পরিস্থিতির স্বীকার মানুষের কাছে পৌঁছে দেয়ার জন্য হস্তান্তর করা হয়।

 

ময়মনসিংহের ফুলপুরে বাংলাদেশ মানবাধিকার কমিশন ফুলপুর উপজেলা শাখার উদ্যোগে করোনাভাইরাস প্রতিরোধে চলমান কাজের অংশ হিসেবে নিজেদের সদস্যদের অর্থায়নে অসহায় ও হতদরিদ্রদের মাঝে স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে ২৪ এপ্রিল ২০২০ইং বিকেল ৩ টার সময় ফুলপুর সরকারি কলেজ মাঠে ত্রাণ বিতরণ করা হয়।

 

 

করোনাভাইরাসের কারণে গত ২৮ মার্চ ২০২০ইং তারিখে দরিদ্র শ্রমজীবী মানুষের মধ্যে খাদ্যদ্রব্য ও সুরক্ষা সামগ্রী বিতরণ করছে বাংলাদেশ মানবাধিকার কমিশন-BHRC’র বরিশাল মহানগর শাখা।

 

করোনাভাইরাসের কারণে শ্রমজীবী মানুষের মধ্যে বাংলাদেশ মানবাধিকার কমিশন-BHRC রূপগঞ্জ আঞ্চলিক শাখা কর্তৃক গত ২৮ মার্চ ২০২০ খাদ্যদ্রব্য এবং সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

 

মহামারী করোনা ভাইরাস প্রতিহত করার লক্ষ্যে বাংলাদেশ মানবাধিকার কমিশন-BHRC’র বিশেষ প্রতিনিধি মানবতাবাদি আলমগীর হোসেনের নেতৃত্বে বিশেষ প্রতিনিধি সৈয়দ আজমুল সহ মানবাধিকার কর্মীরা ৩০ মার্চ ২০২০ বিকেলে রাজধানী ঢাকার বাড্ডা এলাকায় দুই সহস্রাধিক দুস্থ পরিবারের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ, মাস্ক, হ্যান্ড সেনিটাইজার, হ্যান্ড গ্লাভস, চাল, ডাল, আলু এবং সাবান বিতরণ করে।

 

বাংলাদেশ মানবাধিকার কমিশন-BHRC'র দক্ষিণ চট্টগ্রাম আঞ্চলিক শাখা এবং BHRC'র লোহাগডা উপজেলা শাখার উদ্যেগে ২৯ মার্চ ২০২০ সকালে ভয়াবহ মহামারী করোনাভাইরাস কে প্রতিরোধ করার লক্ষে মাস্ক, হ্যান্ড-স্যানিটাইজার, হ্যান্ড গ্লাফস, সাবান এবং খাদ্যদ্রব্য সাধারণ মানুষদের মধ্যে বিতরণ করা হয়।

করোনাভাইরাসে থেকে রক্ষা পেতে বাংলাদেশ মানবাধিকার কমিশন-BHRC’র চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখা কর্তৃক গত ৩০ মার্চ ২০২০ইং ৫০০ দুস্থ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করে।

 

করোনাভাইরাস থেকে রক্ষাকল্পে করণীয় বিষয়ে গত ২৭ মার্চ ২০২০ বাংলাদেশ মানবাধিকার কমিশন ফুলপুর উপজেলা (ময়মনসিংহ) শাখা কর্তৃক সচেতনতামূলক লিফলেট বিতরণ এবং মাইকিং করা হয়।

 

২৪ মার্চ ২০২০ বাংলাদেশ মানবাধিকার কমিশন খুলনা জেলা শাখা কর্তৃক করোনাভাইরাস থেকে রক্ষাকল্পে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

 

৩০ মার্চ ২০২০ বাংলাদেশ মানবাধিকার কমিশন কুমিল্লা মহানগর শাখা করোনভাইরাসে ক্ষতিগ্রস্ত দরিদ্রদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করে।

 

৩০ মার্চ ২০২০ বাংলাদেশ মানবাধিকার কমিশন মুগদা থানা (ঢাকা মহানগর দক্ষিণ) শাখা করোনভাইরাসে ক্ষতিগ্রস্ত দরিদ্রদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করে।

BHRC চট্টগ্রাম মহানগর উত্তরের উদ্যোগে সচেতনতামূলক কার্যক্রম

২৯ মার্চ ২০২০ বাংলাদেশ মানবাধিকার কমিশন নরসিংদী জেলা শাখা কর্তৃক করোনভাইরাসে ক্ষতিগ্রস্ত দরিদ্রদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করে।

৩০ মার্চ ২০২০ বাংলাদেশ মানবাধিকার কমিশন বরিশাল সদর উপজেলা শাখা কর্তৃক করোনভাইরাসে ক্ষতিগ্রস্ত দরিদ্রদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করে।

 

 

বাংলাদেশ মানবাধিকার কমিশন-BHRC বরিশাল বিভাগীয় গভর্নর করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত দরিদ্রদের মধ্যে গত ৬ মে ২০২০ইং তারিখে খাদ্যসামগ্রী বিতরণ করেন

 

বাংলাদেশ মানবাধিকার কমিশন- কুমিল্লা সদর উপজেলা শাখার সভাপতি প্রফেসর মোঃ হাসানুজ্জামান হাসনাতের নেতৃত্বে করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত দরিদ্রদের মধ্যে গত ৯ মে ২০২০ইং তারিখে খাদ্যসামগ্রী বিতরণ করেন।

 

বাংলাদেশ মানবাধিকার কমিশন-BHRC ঢাকা মহানগর দক্ষিণ শাখার সভাপতি মোঃ ফিরোজ আলম সুমন করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত দরিদ্রদের মধ্যে গত ৫ মে ২০২০ইং তারিখ বিকেলে রান্না করা ইফতার বিতরণ করেন। বিতরণ কর্মসূচী উদ্বোধন করেন BHRC'র সেক্রেটারী জেনারেল ড. সাইফুল ইসলাম দিলদার। বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন BHRC'র ডেপুটি গভর্নর ডাঃ আনোয়ার ফরাজী ইমন, ডেপুটি গভর্নর সৈয়দ আজমুল হক।

 

১১ মে ২০২০ বাংলাদেশ মানবাধিকার কমিশন বরিশাল জেলা ও মহানগর শাখার উদ্যোগে বরিশালের কাউয়ারচর ফেরীঘাটে মাঝি মাল্লাদের মাঝে ১১০টি প্যাকেট খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। বিতরণকৃত খাদ্য সামগ্রীর মাঝে ছিল চাল, ডাল, আলু, পিয়াজ ও সয়াবিন তেল। বিতরণকালে উপস্থিত ছিলেন বরিশালের সম্মানিত জেলা প্রশাসক আজিয়র রহমান, বাংলাদেশ মানবাধিকার কমিশন বরিশালের বিভাগীয় গভর্নর ও বরিশাল জেলা শাখার সভাপতি মোঃ মাহমুদুল হক খান মামুন, ডেপুটি গভর্নর ও বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক কাজী আল মামুন, ডেপুটি গভর্নর ও বরিশাল মহানগর শাখার সভাপতি মোঃ আবু মাসুম ফয়সল, বরিশাল মহানগর শাখার সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হাওলাদার মিন্টু, বরিশাল আঞ্চলিক শাখার সভাপতি জে এইচ সুমন, সাধারণ সম্পাদক মোঃ শামীম তালুকদার. কাউনিয়া থানা সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন সহ অন্যান্য মানবতাবাদী সদস্যবৃন্দ।

 

\

বাংলাদেশ মানবাধিকার কমিশন-BHRC বৃহত্তর মিরপুর আঞ্চলিক শাখার ভারপ্রাপ্ত সভাপতি মোঃ শাহাদাত হোসেন এবং সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মোল্লার নেতৃত্বে ১১ মে ২০২০ মিরপুরে দুঃস্থ মানুষের মধ্যে উন্নতমানের ইফতার বিতরণ করা হয়।

 

বাংলাদেশ মানবাধিকার কমিশন-BHRC রূপগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোঃ শাহজাহান ভূইয়া (উপজেলা চেয়ারম্যান) এবং সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল আউয়াল মোল্লার নেতৃত্বে ১১ মে ২০২০ রূপগঞ্জে দরিদ্র পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

 

 

 

 

 

 

 

 

 





 

 

 

 

 

 

 

 

 
   

                                                     Copy Right : 2001 BHRC  All rights reserved.